সায়নী সরকারের প্রযোজনায় এবং রাজর্ষি ধাড়ার পরিচালনায়, বারান্দা ফিল্মসের নতুন ছবি "বেকেটের মতো" আসছে।

সায়নী সরকারের প্রযোজনায় এবং রাজর্ষি ধাড়ার পরিচালনায়, রিতম রায়, পূষন দাসগুপ্ত এবং সায়ীনি দাস অভিনীত বারান্দা ফিল্মসের নতুন ছবি 
*বেকেটের মতো* আসতে চলেছে আগামী ১৫ই জুন।

বেকেটের মতো - সায়নী সরকার নিবেদিত, বারান্দা ফিল্মস প্রযোজিত একটি ছোট ছবি | কাহিনি, সংলাপ এবং পরিচালন রাজর্ষি ধাড়া। আগামী ১৫ই জুন’২৫ কলকাতা ইউথ ক্যয়ার বিল্ডিঙে সন্ধে ছ’টায় প্রাচ্য নাট্যদলের আয়োজনে ‘রোব্বিকেলের ফরাস’ অনুষ্ঠানে প্রথমবার ‘বেকেটের মতো’ ছোটো ছবিটির অন্তরঙ্গ প্রদর্শনী হবে। 

‘বেকেটের মতো’ প্রাথমিকভাবে একটি অ্যাবসার্ডধর্মী ছোটগল্প। নাম থেকেই বোঝা যাচ্ছে ‘থিয়েটার অফ দা অ্যাবসার্ড’ ধারার অন্যতম প্রধান নাটককার স্যামুয়েল বেকেটকে অনুসরণ করে এই কাজ। তবে ‘বেকেটের মতো’ কোনোভাবেই ‘ওয়েটিং ফর গোডো’ বা ‘এন্ড গেম’এর অনুবাদ নয়। বলা যায় ‘থিয়েটার অফ দা অ্যাবসার্ড’এর কাঠামোকে মাথায় রেখে একটি বাঙালি না-আখ্যান ‘বেকেটের মতো’। 

সিনেমাতে দেখা যায় তিনটি চরিত্রকে, কিন্তু সেই তিনজন যেন বহন করে নিয়ে চলেছে একটা গোটা সভ্যতাকে। তারা আসে, থাকে, যায়, অথবা যায় না। জীবন বড়ই আপেক্ষিক, সুতরাং চরিত্ররাও আপেক্ষিক। তিনটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে পূষণ দাশগুপ্ত, রিতম রায় এবং সায়ীনি দাস। চিত্রগ্রহণে শুভম শেঠ। সৃজণশীল পরিচালনায় জয় চক্রবর্তী। প্রযোজনা সহায়তায় আয়ুষ্মান সেনগুপ্ত, সল্মিতা ঘোষ এবং সুজয় মন্ডল। কণ্ঠসংগীতে সৃজা চক্রবর্তী এবং দোতারায় শুভদীপ দত্ত। 
আমাদের এই ছোট ছবি ‘বেকেটের মতো’ ঠিক কতটা গ্রহনীয় হবে দর্শকদের কাছে, এটা বলা যায় না। এমনও হতে পারে দর্শকরা সিনেমাটিকে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু তার পরেও আমাদের একটাই অনুরোধ থাকবে, কাজটা অন্তত একবার দেখুন, একবার। দেখা হোক বেকেটে-বেকেটে।

Popular posts from this blog

The Top 11 Amazing Personalities Of The Globe.

Doshobhuja - Story of A Girl Releases This Panchami On The Auspicious Occasion Of Durga Puja.

The Top 15 Shining Stars of 2024 Ft DSquare Digital.